ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

পিকআপের ধাক্কায় প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৩৫, ১৩ মার্চ ২০২৩ | আপডেট: ২৩:৩৭, ১৩ মার্চ ২০২৩

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক পারাপারের সময় অজ্ঞাত দ্রুত গতির পিকআপের ধাক্কায় মো. শাহাবুদ্দিন সর্দি (৭৫) নামের এক বীর মুক্তিযোদ্ধা ঘটনাস্থলে নিহত হয়েছে। এই ঘটনায় সুলতাম আহমদ নামের আরো একজন বীর মুক্তিযোদ্ধা গুরুতর আহত হয়েছে। 

সোমবার (১৩ মার্চ) সাড়ে ১১টায় উপজেলার বড়তাকিয়া বাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় চট্টগ্রামমূখী একটি দ্রুত গতির পিকআপ তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহাবুদ্দিন সর্দির মৃত্যু হয়।

জানা গেছে, তারা দুজন মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলনের জন্য বড় দারগারহাটস্থ অগ্রণী ব্যাংকের উদ্দেশ্য যাচ্ছিলেন।

নিহত বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন সর্দি মঘাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাশিমনগর গ্রামের মনসুর আলী মিস্ত্রী বাড়ির মৃত বদিউর রহমানের পুত্র।
আহত অন্য বীর মুক্তিযোদ্ধা একই ইউনিয়নের হাদিনগর গ্রামের আলী আহমদ মিস্ত্রী বাড়ির সদিকুর রহমানের পুত্র।

প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য ইয়াসিন উল্ল্যাহ বলেন, বড়তাকিয়া বাজার এলাকায় একটি সিএনজি থেকে নেমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিলেন। এমতাবস্থায় চট্টগ্রামমূখী একটি দ্রুত গতির পিকআপ তাদের ধাক্কা দিলে শাহাবুদ্দিন নামের একজন বীর মুক্তিযোদ্ধা ঘটনাস্থলে মারা যান। এসময় তার সাথে থাকা সুলতান আহমদ নামের আরো এক মুক্তিযোদ্ধা গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

একই ইউনিয়নের বাসিন্দা আলতাফ হোসেন রাজু বলেন, তারা দুজন বন্ধু ছিলেন। প্রতিদিনই একসাথে চলাফেরা করেন। আজ মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলনের জন্য বড় দারগারহাট বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনায় তিনি মারা যান।

মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর শুনে দ্রুত বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন সর্দি ভাইয়ের বাড়িতে ছুটে যাই। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন।  
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি