ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গ্রীন লাইন বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৭, ১৫ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়ায় গ্রীন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল ৯টার দিকে চকরিয়ার বানিয়াছড়া অংশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক ইমন চৌধুরী।

নিহতরা হলেন হাফেজ মোহাম্মদ ইসমাঈল সিদ্দীকি ও আরমান শাকিল। তাদের বাড়ি বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায়।

চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক ইমন চৌধুরী বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া অংশে কক্সবাজারগামী গ্রীনলাইন পরিবহনের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

গাড়ী দুইটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি