ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

উখিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০০:০৭, ১৬ মার্চ ২০২৩

কক্সবাজারের উখিয়ার টিভি টাওয়ার এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৪ জন। বুধবার রাত সাড়ে ৮টা ও ৯টার দিকে একই স্থানে দুর্ঘটনা ২টি সংঘটিত হয়। 

কক্সবাজার-টেকনাফ সড়কের শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের একজন হলেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী তাজুনিমারখোলা এলাকার মৃত আবুল কাসেমের ছেলে রাফি মিয়া (৩০ )। বাকি দু'জনের পরিচয় মেলেনি। তবে পুলিশের ধারণা, নিহত অপর দুজন রোহিঙ্গা নাগরিক। 

প্রত্যক্ষদর্শীর বরাতে পরিদর্শক সাইফুল ইসলাম জানান, 'বুধবার রাত ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার টিভি টাওয়ার এলাকায় কাভার্ড ভ্যান চাপায় ঘটনাস্থলেই পিকআপ চালকের মৃত্যু হয়।'

'অপরদিকে একই স্থানে রাত ৯টার দিকে  রোগীবাহী অ্যাম্বুলেন্স উল্টে ১ দিন বয়সি শিশুসহ দুজনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, তারা উভয়েই রোহিঙ্গা নাগরিক।'

উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, 'দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি জব্দ করা হয়েছে । আহতদের উদ্ধার করে  হাসপাতলে প্রেরণ করা হয়েছে।'
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি