ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শিক্ষকের কাণ্ডে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, আহত ১৫

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১০:১১, ১৬ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

কুমিল্লার দেবীদ্বারে শিক্ষার্থীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশসহ আহত হয় অন্তত ১৫ জন।

বুধবার উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. মুকতল হোসেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। 

অভিযোগ রয়েছে, বুধবার সকালে মুকতল হোসেন বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ডেকে শ্লীলতাহানির চেষ্টা চালান। এসময় সহপাঠীরা দেখে ফেললে তারা ওই শিক্ষককে একটি কক্ষে অবরুদ্ধ করার চেষ্টা করে। 

এরপর অভিযুক্ত শিক্ষক তার লোকজন দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। পরে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা রাবার বুলেট ছোড়ে। এসময় ওসিসহ ৩ পুলিশ, অন্তত ৮ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হন। 

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি