ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

নাটোরে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪০, ১৬ মার্চ ২০২৩

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় নজরুল ইসলাম (৬৫) নামে এক মোটারসাইকেল চালক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নাটোর-বগুড়া সড়কে সদর উপজেলার কাশিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত নজরুল ইসলাম নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের মরহুম সোলেমান হোসেনের ছেলে। তিনি শহরের ভাটোদাড়া এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার সকালে নজরুল দিঘাপতিয়া বাজার থেকে দুধ নিয়ে বাসায় ফেরার পথে কাশিয়াবড়ি ব্রিজ এলাকায় নাটোর-বগুড়া মহাসড়ক পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এসময় পাবনা থেকে ছেড়ে আসা বগুড়াগামী যাত্রিবাহী বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি