ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খাগড়াছড়িতে ১৬ লক্ষাধিক টাকার সহায়তা প্রদান সেনাবাহিনীর

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৬, ১৬ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

সেনাবাহিনীর খাগড়াছড়ি জেলার ২৪ আর্টিলারি ব্রিগেড় গুইমারা রিজিয়নের আওতায় ১৬ লক্ষাধিক টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় হাইস্কুল মাঠে মানবিক সহায়তা বিতরণ করেন গুইমারা রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন।   

বিতরণকৃত মানবিক সহায়তার মধ্যে ছিল ঘরের ঢেউটিন, সোলার প্যানেল, সেলাই মেশিন, হুইল চেয়ার, বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের জন্য পাঠ্যপুস্তক প্রভৃতি। 

এছাড়াও ৩৭ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা, নগদ টাকা ও গাছের চারা বিতরণ করা হয়। 

এদিকে, ১২শ’ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ওষুধ দেওয়া হয়। চিকিৎসার জন্য নগদ টাকাও দেয়া হয়।

এসময় অন্যান্যের মধ্যে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল এ এইচ এম জুবায়ের, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, মাটিরাঙ্গা জোন অধিনায়ক মো: কামরুল হাসান, গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা উপস্থিতি ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি