ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

টেকনাফে ৭ জনকে অপহরণের অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০০, ১৬ মার্চ ২০২৩ | আপডেট: ১৮:০১, ১৬ মার্চ ২০২৩

কক্সবাজারের টেকনাফে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড় থেকে ৭ জন কাঠুরিয়াকে ধরে নিয়ে গেছে অপহরণকারীরা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর ১২ টার সময় জাহাজপুরা পাহাড় থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতদের মধ্যে কিশোর, যুবক ও বৃদ্ধ রয়েছে।

বাহারছড়া তদন্তকেন্দ্রের (পুলিশ ফাঁড়ি) ইনচার্জ মছিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ইনচার্জ মছিউর জানান  জাহাজপুরা পাহাড়ে এলাকার ৯ জন স্থানীয় বাসিন্দা পাহাড়ে বিভিন্ন কাজে যান। তাদের মধ্যে কিছু লোক লাকড়ি কাটার কাজ, কিছু লোক গরু চরাতে আবার কিছু লোক পাইপ দিয়ে পানির লাইন সংযুক্ত করছিলেন। এসময় সশস্ত্র অপহরণকারীরা ৭ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের ভেতর নিয়ে যায়। 

অপহৃতরা হলেন, জাহাজপুরা এলাকার হোসাইন আহমদের ছেলে আরিফ উল্লাহ(১১), ইছহাক উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (১৭), বশির আহমদের ছেলে ফজল করিম(৩৮), জাফর আলমের ছেলে, জাফরুল ইসলাম(৩৫), নজির আহমদের ছেলে আরিফ উল্লাহ(২২), হায়দার আলীর ছেলে রশিদ আলম(২৮), জাফর আলমের ছেলে জয়নুল ইসলাম(৪৫)।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, 'পাহাড়ের খাদে গরু চরানোর সময় চারদিক থেকে কিছু লোক এসে অস্ত্রের মুখে জিম্মি করে ৭ জনকে লাঠি দিয়ে মারতে মারতে গহীন পাহাড়ের ভেতর নিয়ে যায়। এসময় আমরা পালিয়ে রক্ষা পাই।

ইনচার্জ মছিউর রহমান বলেন, 'অপহরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। অপহৃতদের উদ্ধার অভিযান চলছে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি