ঢাকা, রবিবার   ১৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোলে ভারতীয় নাগরিকসহ ৬ চোরাকারবারী গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৬, ১৭ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও বিভিন্ন প্রসাধনীসহ একজন ভারতীয় নাগরিকসহ ৬ জন চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো ভারতের উত্তর ২৪ পরগনা জেলার স্বরুপ নগর থানার সাকদাহ জাদবপুর গ্রামের আজগর মন্ডলের ছেলে কুদ্দুস মন্ডল, যশোর জেলার কোতোয়ালি থানার রামনগর খাঁপাড়া গ্রামের মৃত আব্দুস সুবহানের ছেলে মানিক মিয়া, বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আলী হোসেন, একই থানার ছোট আঁচড়া গ্রামের মৃত সালেক শেখের ছেলে তরিকুল ইসলাম, গাতিপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে ইমরান হোসেন ও সাদীপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে তানভির হোসেন।

নাভারন সার্কেলের সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া এলাকার বেনাপোল স্থলবন্দরের ২২নং শেডের সামনে  অভিযান পরিচালনা করে ভারতীয় নাগরিকসহ ৬ চোরাকারবরীকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও বিভিন্ন প্রসাধনী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের
আনুমানিক বাজার মূল্য ১৮ লাখ, ৭৫ হাজার ৬০ টাকা।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি