ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চুয়াডাঙায় এক নারীর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৩, ১৭ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সেচ পাম্পের পাইপের ভিতর থেকে মধ্যবয়সী এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় ওই নারীর স্বামীকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার পোলবাগুন্দা গ্রামের গাবতলা মাঠ থেকে ডালিমা খাতুন নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক করা হয়েছে নিহতের স্বামী ফোন্টু মলকে। বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। 

স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে বিভিন্ন নারীদের সাথে অবৈধভাবে মেলামেশা করতেন ফোন্টু মল। বিষয়টি জানার পর নিষেধ করেন তার স্ত্রী ডালিমা খাতুন। এনিয়ে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়।

এর জেরেই এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করছে পুলিশ। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি