ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে বিস্ফোরণের পর ভবনে আগুন, নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৪, ১৮ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে একটি দুতলা ভবনে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আওলাদ হোসেন (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

ঘটনা পর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এসেছে। তবে দগ্ধ হয়েছে ২ জন এবং আহত হয়েছেন অনন্ত আটজন।

শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ডাইলপট্টি গলিতে এ ঘটনা ঘটে। 

আহতের মধ্যে সরকার হোসেন, আউলাদ, জাহাঙ্গীর, সেন্টু,  রাজু, বিশুর নাম পাওয়া গেছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহামেদ জানান, স্থানীয়দের মাধ্যমে খরব পেয়ে ঘটনাস্থলে এসে দেখা যায় দুতলা ভবনে বিস্ফোরণের পর আগুন জলছিল। ভেতরে আহত অবস্থায় ৫ জনকে প্রথমে উদ্ধার করা হয়। পরে আরও দুইজনকে দগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। 

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

ঘটনাস্থলে এসে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসের জানান, বিস্ফোরণের পর আগুনে ৮ আহত হয়েছেন। এদের মধ্যে আউলাদ হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি