ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর মুর‌্যাল ‘মুক্তির প্রেরণা’ উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৬, ১৮ মার্চ ২০২৩

লক্ষ্মীপুরে সরকারি কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর মুর‌্যাল ‘মুক্তির প্রেরণা’ উদ্বোধন করা হয়েছে। 

আজ শনিবার (১৮ মার্চ) দুপুরে এ মুর‌্যাল উদ্বোধন করা হয়। ৩৮ লাখ টাকা ব্যয়ে মুরালটি স্থাপন করে লক্ষ্মীপুর পৌরসভা। 

এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) ড. এ এস এম মাকসুদ কামাল। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। 

কলেজ অধ্যক্ষ মাহবুবুল করিমের সভাপতিত্বে সভায বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ- আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি