ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁওয়ে র‌্যাবের অভিযানে হামলা, গুলিতে বৃদ্ধ নিহত 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১০, ১৮ মার্চ ২০২৩ | আপডেট: ১৬:২৫, ১৮ মার্চ ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র‌্যাব-১১’র অভিযানে হামলা ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে বৃদ্ধ আবুল কাশেম নিহত ও র‌্যাব সদস্যসহ আহত হয়েছেন ১৪ জন। 

শুক্রবার দিনগত রাত দেড়টায় উপজেলার সাদিপুর ইউনিয়নের বরগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। 

র‌্যাবের আহত ৪ সদস্যের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। 

আসামি ধরতে গিয়ে র‌্যাব পরিচয়ে একদল সাদা পোশাকধারী লোক তাঁকে গুলি করেছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। নিহত ওই এলাকার মৃত কদম আলীর ছেলে। তিনি পেশায় একজন বাঁশ বেতের হস্তশিল্পী।

এ বিষয়ে র‌্যাব-১১র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল তানভীর মাহমুদ পাশা বলেন, শুক্রবার সোনারগাঁয়ে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার মূল সন্দেহভাজন আসামি সেলিমকে আটক করতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আসামিকে আটক করে নিয়ে আসার সময় র‌্যাবের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেয় র‌্যাব। 

তিনি আরও জানান, এ সময় স্থানীয়রা দেশীয় অস্ত্র নিয়ে র‌্যাবের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। সকালে জানতে পারি একজন মারা গেছেন। তবে তিনি কিভাবে মারা গেছেন নিশ্চিত তা নয়। এ ঘটনায় চার জন র‌্যাব সদস্য আহত হয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি