ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

বর্ণাঢ্য আয়োজনে বেনাপোল বন্দর দিবস উদযাপিত

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩০, ১৯ মার্চ ২০২৩

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে বর্ণাঢ্য আয়োজনে বন্দর দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। 

শনিবার বেনাপোল স্থলবন্দরের আবাসিক এলাকার মাঠে দিবসটির উদ্বোধন করা হয়। শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আলমগীর হোসেন।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিলের সভাপতিত্বে ও উপপরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের একান্ত সচিব কবির খান, শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ সালেহ আহমেদ মিন্টু, বাংলাদেশ স্থলবন্দর এমপ্লোয়িজ ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা ও স্থানীয় সূধীবৃন্দ। 

বন্দর দিবস উপলক্ষে এদিন ক্রীড়া অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি