ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুকুর বাঁচাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা, চালক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০১, ১৯ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার দর্শনায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মুন্না (৩০) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন।

দর্শনা থানার অফিসার ইনচার্জ লুৎফুল কবীর জানান, রোববার বেলা সাড়ে ১২টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা মোবারকপাড়ার মো. লাল্টুর ছেলে মুন্না বাড়ি থেকে প্রাইভেট কার চালিয়ে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলো। এ সময় দর্শনা পাড়ার কাছে পৌঁছালে একটি কুকুরকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশের নিম গাছে ধাক্কা খায়। 

এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে গেলে সে গুরুতর আহত হয়। তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি