ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে চল্লিশোর্ধ্ব আইনজীবীদের সংবর্ধনা প্রদান

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৬, ২০ মার্চ ২০২৩

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির উদ্যোগে চল্লিশোর্ধ্ব আইনজীবীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার সন্ধ্যায় সমিতি ভবন চত্তরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোজাম্মেল হক মঞ্জু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মামুনুর রশীদ। গেস্ট অব অনার ছিলেন নারী শিশু বিচারক গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন।

সভায় পঞ্চাশ অতিক্রমকারী আইনজীবী মির্জা রফিকুল ইসলামকে ক্রেস্ট ও উত্তরীয় এবং আইন পেশায় ৬১ বছর পাড় করা অ্যাডভোকেট বলরাম গুহকে উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়। 

এছাড়া চল্লিশোর্ধ ৮ জন আইনজীবীকে ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়। তারা হচ্ছেন খান শামসুদ্দোলাহ, মোহাম্মদ ইদ্রিস, আব্দুল করিম, আমিনুল ইসলাম, বদিউজ্জামাল বাদল, আব্দুল হালিম, আব্দুর রহমান মানিক ও শেখর কুমার রায়।

অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি