ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামে ঘর পাচ্ছেন ৫৫৬ গৃহহীন পরিবার

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০০, ২০ মার্চ ২০২৩

প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ ধাপে কুড়িগ্রামে ৫৫৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পাচ্ছেন।

সোমবার দুপুরে প্রেস ব্রিফিং এ তথ্য জানান কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। 

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, ৩য় পর্যায়ে অবশিষ্ট ১০৬টি এবং ৪র্থ পর্যায়ে ৪৫০টিসহ কুড়িগ্রামে ৫৫৬টি পরিবারকে ঘর দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ সারাদেশে একযোগে ৩৯ হাজার ৩৬৫টি পরিবারকে জমিসহ গৃহ প্রদানের কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন।

কুড়িগ্রামে ১ম থেকে ৩য় পর্যায় পর্যন্ত ৩ হাজার ৯শ’টি পরিবার জমিসহ ঘর বরাদ্দ পেয়েছে। ৪র্থ পর্যায়ে ৫৫৬টি ঘরের মধ্যে চর ডিজাইনে ৫৫টি চরের পরিবারকে ঘর বরাদ্দ দেওয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি