ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সকল ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন আজ দৃশ্যমান: এমপি গোলাপ

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৫, ২১ মার্চ ২০২৩ | আপডেট: ০৯:০৬, ২১ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

দেশের স্কুল-কলেজ, রাস্তা-ঘাট, মসজিদ মাদ্রাসাসহ সকল ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন আজ দৃশ্যমান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ।

সোমবার মাদারীপুরের কালকিনির খাসেরহাট আবুল হোসেন স্কুল এন্ড কলেজের ৬০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

বিকাল থেকে রাত পর্যন্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা উপভোগ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।

খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপির সহধর্মিণী গুলশান আরা গোলাপ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা, কালকিনি পৌরসভার মেয়র এসএম হানিফ, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক মিধা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান সরদার, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম হোসেন, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানম।

এছাড়াও খাসের হাট সৈয়দ আবুল হোসেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনি বেগম, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি শাহাদাত সরদার, সিডিখান ইউপি চেয়ারম্যান চাঁন মিয়া সিকদার, কালকিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান আব্দুল হাই, বাঁশগাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক কবির মৃধা, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বিএম জুবায়ের হোসেন, কালকিনি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরদার লিখনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী এবং শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি