ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩০, ২২ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাকের ধাক্কায় আকতারুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) রাতে পাঁচবিবি-হিলি সড়কের বড়পুকুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক  পাঁচবিবি উপজেলার শিরট্রী গ্রামের মৃত লোকমান আলীর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (২১ মার্চ) রাতে পাঁচবিবি থেকে একটি ট্রাক শালাইপুরের দিকে আসছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল পাঁচবিবি-হিলি সড়কের বড়পুকুরিয়া এলাকায় ট্রাকটিকে অতিক্রম করার চেষ্টা করলে ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কায় দেয়। 

এতে মোটরসাইকেল আরোহী আকতারুল ও পিছনে বসে থাকা যাত্রী গুরুতর আহত হন। 

এসময় স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে আকতারুলের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক বলেন, এ ঘটনায় এখনও থানায় অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি