ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

৫ লাখ টাকার স্কুলভবন ৩৫ হাজারে নিলাম, তদন্তের নির্দেশ

ঝালকাঠি প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪৪, ২২ মার্চ ২০২৩

ঝালকাঠির কীতিপাশা ইউনিয়নের প্রায় ৫ লাখ টাকা মূল্যের সরকারি প্রাথমিক স্কুলের একটি পুরাতন ভবন মাত্র ৩৫ হাজার টাকায় নিলাম দিয়ে সরকারের রাজস্বহানীর অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক।

ভূক্তভুগী দুই ঠিকাদার লিখিত অভিযোগ দিলে জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম তাৎক্ষনিক বিষয়টি তদন্ত করে রিপোর্ট প্রদানের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব প্রদান করেন।
  
ঠিকাদার এজিএম মিজানুর রহমান অভিযোগে উল্লেখ করেন, গত ১৪ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের সিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ও টয়লেটের নিলাম অনুষ্ঠিত হয়।
  
উক্ত নিলামে অংশ নিতে তারা ইউএনওর কক্ষে ডুকতে গেলে বারান্ধায় কীর্তিপাশা ইউনিয়ন চেয়ারম্যান রহিম মিয়ার ভাড়াটে সহযোগীরা তাদের বাধা দেয়। এরপরেও তার নিলামে অংশগ্রহণে অনেক চেষ্টা করেও ইউএনওর রুমে প্রবেশে ব্যর্থ হন।

ভূক্তোভুগীরা আরও জানান, সরকারি সম্পত্তি নিলামের ক্ষেত্রে ৩ বার নিলাম ডাকার প্রথা থাকলেও অদৃশ্য ক্ষমতায় নিলাম কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা একবার নিলাম ডেকেই প্রক্রিয়া চূড়ান্ত করেন।
 
যে কারণে প্রায় ৫ লাখ টাকা মূল্যের পুরাতন স্কুল ভবন ও টয়লেটটি মাত্র ৩৫ হাজার টাকা নিলাম দর দেখিয়ে চক্রটি হাতিয়ে নিলেও সংশ্লিষ্ট নিলাম কমিটি নীরব ভূমিকা পালন করে।

এবিষয়ে ইউএনওর কাছে অভিযোগ করলেও তিনি সঠিক প্রতিকার না করায় জেলা প্রশাসকের স্মরণাপন্ন হন বলে ভূক্তভুগীরা জানান।

এ ব্যাপারে ঝালকাঠির জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম বলেন, এ ধরনের ঘটনা ঘটে থাকলে বিষয়টি দু:খজনক। তিনি অভিযোগের বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নেবেন বলে জানান। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি