না’গঞ্জে বিস্ফোরণে আরও ২ জনের মৃত্যু, ভাঙা হলো ক্ষতিগ্রস্ত ভবনটি
প্রকাশিত : ১৭:০৩, ২২ মার্চ ২০২৩
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দোতলা ভবনটি ভেঙে গুড়িয়ে দিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জনের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে থেকে ভেক্যু দিয়ে ভবন ভাঙার কাজ শুরু করে একদল কর্মী।
অপরদিকে দোতলা ভবনে বিস্ফোরণের ঘটনায় আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়েছে৷ গুরুতর আহত অবস্থায় এখনও বার্ন ইউনিটে ভর্তি আছেন আরও কয়েকজন৷
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন পরিকল্পনা কর্মকর্তা মইনুল হক জানান, জন নিরাপত্তার কথা চিন্তা করে ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙ্গে ফেলা হয়েছে। এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেন সরকারি ছয়টি সংস্থার কর্মকর্তারা।
প্রসঙ্গত, ১৮ মার্চ নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় বিকট শব্দে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আউলাদ হোসেন নামে এক শ্রমিক নিহত হয়। আহত হয় আরও অনন্ত ৯ জন। তাদের মধ্যে ইকবাল নামে এক নিরাপত্তা কর্মী ও শ্রমিক শাহজাহান চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা বার্ন ইউনিটে মারা যান।
এ নিয়ে বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।
এএইচ
আরও পড়ুন