ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

তুচ্ছ ঘটনায় কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে ২ শিক্ষার্থী নিহত

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৫, ২৩ মার্চ ২০২৩

পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নে কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে দশম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায় বুধবার (২২ মার্চ) ওই ইউনিয়নের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিকাল ৪টার দিকে স্কুলের দক্ষিণ পাশের ব্রিজের ওপর নবম শ্রেণির কয়েক শিক্ষার্থী দশম শ্রেণীর মাফিস (১৬), মারুফ (১৫), সিয়াম (১৫)কে ছুরিকাঘাত করে। 

আশঙ্কাজনক অবস্থায় নাফিস ও মারুফকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় সিয়াম বাউফল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন, নাফিস ও মারুফ দুইজন শিক্ষার্থী বরিশাল হাসপাতালে নেয়ার সময় মারা গেছে। আর সিয়াম বাউফল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে বাউফল থানার ওসি আল মামুন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। সূর্যমনি এলাকায় পুলিশ অবস্থান করছে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি