ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

প্রকাশিত : ১৫:৪৭, ২৩ মার্চ ২০২৩

রাজবাড়ী-পোরাদাহ ট্রেন রু‌টের রাজবাড়ীর পাংশায়টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাজ্জাক মু‌ন্সি (৫০) না‌মে এক ডেকোটের ব‌্যবসায়ীর মৃত‌্যু হয়েছে।

বৃহস্প‌তিবার সকাল ৯টা ২০ মি‌নি‌টের দি‌কে পাংশার কুড়াপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘ‌টে।

এ সময় নিহত ডেকোরেটর ব‌্যবসায়ীর মোটরসাইকেল‌টি দুমু‌রে মুচ‌রে যায়। নিহত ডেকোরেটর ব‌্যবসায়ী কুড়াপাড়া আব্দ‌ুল হাইয়ের ছে‌লে।

‌রেলও‌য়ে থানা পু‌লিশ ও স্থানীয়রা জানায়, ডেকোরেটর ব‌্যবস‌ায়ী রাজ্জাক মোটরসাইকেল নি‌য়ে কুড়াপাড়া রেলক্রসিং পার হবার সময় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্স‌প্রেস ট্রেনে ধাক্বা লেগে ঘটনাস্থ‌লেই মারা যান। এ সময় মোটরসাইকেল‌টিও ভেঙ্গে চু‌রে যায়। 

উন্মুক্ত রেলক্রসিংটিতে কোন বে‌ড়ি‌কেড ছি‌ল না।

রাজবাড়ী রেলও‌য়ে থানার এসআই শ‌হিদুল ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে তারা ঘটনাস্থ‌লে যা‌চ্ছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি