ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪০, ২৪ মার্চ ২০২৩

নাটোরের লালপুর উপজেলার এবি ইউনিয়নের আঙ্গারীপাড়া রেল গেট এলাকায় রেল লাইনে ঢাকাগামী আন্ত:নগর ট্রেনে কাটা পড়ে রাশিদা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। সে উপজেলার এবি (অর্জুনপুর-বরমহাটি) ইউনিয়নের অর্জুনপুর গ্রামের আমিরুল ইসলাম টেনুর স্ত্রী।

শুক্রবার (২৪ মার্চ) সকালে উপজেলার এবি ইউনিয়নের আঙ্গারীপাড়া রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, রাশিদা খাতুন প্রাণ কোম্পানীতে চাকরী করতেন। ভোরে অফিসে যাওয়ার জন্য রেললাইন পার হচ্ছিল। এসময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় রাশিদা খাতুনের। রাশেদা খাতুনের মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা তার লাশ বাড়িতে নিয়ে আসে। 

এবি (অর্জুনপুর-বরমহাটি) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতরে বাড়িতে রেলওয়ে জিআরপি পুলিশ এসেছিল। 
 
আজিমনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়টি তিনি জানেন না। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি