ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

দেশের বিভিন্ন স্থানে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৪, ২৬ মার্চ ২০২৩

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশের বিভিন্ন স্থানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

দিবসের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ।

ময়মনসিংহে সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রিয় স্মৃতিসৌধে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের শুভ সূচনা করা হয়।

খুলনায় গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেছে মুক্তিযোদ্ধা সংসদসহ সকল রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন।

রংপুর নগরীর মডার্ন মোড়ে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি