ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আগামী ২৪ ঘন্টায় কয়েক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ২৬ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

ঢাকা, সিলেট, টাঙ্গাইল-সহ বেশ কয়েকটি জেলায় আগামী ২৪ ঘন্টায় কালবৈশেখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঢাকায় ঝড়ের তীব্রতা কম থাকতে পারে। এছাড়া এপ্রিল-মে মাসে কাল বৈশাখীর তীব্রতা বাড়বে বলেও পুর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর । 

রাজধানীতে গত ক’দিন ধরে বিকেল অথবা সন্ধ্যা নামার আগে এক পশলা বৃষ্টি। সাথে থাকছে দমকা হাওয়া। 

আবহাওয়া অফিস বলছে, এটাই এখনকার আবহাওয়ার বৈশিষ্ট। মার্চে ভোরবেলা অথবা পড়ন্ত বিকেলে কালবৈশাখী আঘাত হানবে, তবে এর তীব্রতা থাকবে কম। 

এপ্রিল-মে'তে শুরু হবে কালবৈশাখীর আসল তাণ্ডব। জুন থেকে আগস্টেও থাকবে, তবে তীব্রতা আবার কমে আসবে।

এ সময় ১০৯০ টোল ফ্রি নাম্বারে ফোন করে আবহাওয়ার সতর্ক বার্তা অনুয়াযী চলার পরামর্শ আবহাওয়া অফিস। কারণ এসময়েই বজ্রপাত হওয়ার সম্ভাবনা বেশি, সাথে শিলা বৃষ্টিও হতে পারে।  

চলতি মাসের শেষ দিকে দেশের বিভিন্ন জায়গায় বজ্র সহ বৃষ্টিপাত বাড়বে।
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি