ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

স্বাধীনতা দিবসে যুদ্ধ জাহাজ উন্মুক্ত করলো নৌবাহিনী-কোস্টগার্ড 

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৫১, ২৬ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

যথাযোগ্য মর্যাদায় মোংলায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষ্যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে নৌবাহিনী ও কোস্টগার্ডের দুটি যুদ্ধ জাহাজ  ‘কপোতাক্ষ’ ও ‘কামরুজ্জামান’। এছাড়া উপজেলা প্রশাসনও আলাদাভাবে স্বাধীনতা দিবস পালন করে।

রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নৌবাহিনীর কপোতক্ষ ও কোস্টগার্ডের কামরুজ্জামান নামে যুদ্ধ জাহাজ দুটি দেখতে মোংলা শহর ও পার্শ্ববর্তী রামপাল, দাকোপ উপজেলা থেকেও ছুটে আসে মানুষ। 

এদিন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাহারি রঙের পতাকা দিয়ে সাজানো হয় সমুদ্রগামী বিএনএস কপোতাক্ষ ও বিসিজিএস কামরুজ্জামান জাহাজ দুটি। 

কোস্টগার্ড পশ্চিম জোন ও দ্বিগরাজ নৌঘাঁটিতে মনোরম পরিবেশে জাহাজ দেখার সুযোগ পেয়ে খুশিতে আত্মহারা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দর্শনার্থীরা। 

মোংলা উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ বলেন, স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সকাল ৬টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের প্রথম সূচনা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ, স্বাধীনতার শ্বেত পায়রা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালন করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি