ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মোংলায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৪২, ২৬ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

মোংলায় ডাকাতির প্রস্তুতিকালে চার দুর্বৃত্তকে আটক করা হয়েছে। উপজেলার বুড়িডাঙ্গা এলাকার বেঙ্গল কোম্পানির মাঠ থেকে তাদের আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশিয় অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়েছে বলে মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান।

তিনি বলেন, আটককৃতরা হলেন-আশিকুর রহমান টমাস (৪০), পিতা- মৃত আঃ হামিদ শেখ, আল আমিন শেখ (৩৪), পিতা-জিহাদ শেখ, তাজু মোড়ল (২৮), পিতা-আঃ মালেক মোড়ল ও ওমর ফারুক (২০), পিতা-জিল্লুর রহমান। তাদের সবার বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন গ্রামে। 

এ ঘটনায় মোংলা থানার এস আই মিরাজ হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করেন। এছাড়া এদের বিরুদ্ধে এর আগে রামপাল থানায় একাধিক মামলা রয়েছে বলেও ওসি মনিরুল ইসলাম জানান। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি