ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

গোসল করতে নেমে যমুনায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৫, ২৭ মার্চ ২০২৩

টাঙ্গাইল জেলার ভুঞাপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই। 

রোববার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার খানুরবাড়ি এলাকায় যমুনা নদীতে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলো উপজেলার কষ্টাপাড়া গ্রামের সুভাষ পালের ছেলে সুজয় পাল (১৫) ও রঞ্জিত পালের ছেলে লিখন পাল (১২)। নিহত সুজয় পাল গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী ও লিখন পাল ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল। 

স্থানীয়রা জানান, রোববার দুপুরে দুই ভাইসহ তাদের বন্ধুরা মিলে বাড়ির পাশেই যমুনা নদীতে গোসল করতে যায়। এ সময় বড় ভাই সুজয় পাল সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। তাকে বাঁচাতে ছোট ভাই লিখন পাল এগিয়ে গেলে সেও পানিতে ডুবে যায়। 

এ সময় তাদের বন্ধু ও স্থানীয়রা নদীতে নেমে গুরুতর আহত অবস্থায় দুইভাইকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সুমাইয়া জান্নাত জানান, হাসপাতালে আনার আগেই তারা মারা যায়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি