ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

টেকনাফের পাহাড় থেকে উদ্ধার অপহৃত তিন যুবক, গ্রেপ্তার ২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫১, ২৭ মার্চ ২০২৩ | আপডেট: ১৩:৫২, ২৭ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

কক্সবাজার টেকনাফের গহীন পাহাড় থেকে অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ মার্চ) বিকাল প্রায় ৫ টায় টেকনাফের বৈদ্যঘোনা (নতুন পল্লান পাড়া) গহীন পাহাড়ী এলাকা হতে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন আমান উল্লাহ (১৯),  সিরাজুল মোবিন (১৮), আবু তাহের (২৭) 

গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফ সদরের মাঠপাড়া এলাকার নবী হোসেন (২৭),জাহিদ হোসেন প্রঃ কাবিলা (২২)। 

বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার মোঃ শামসুল আলম খান। তিনি জানান, ২৫ মার্চ আমান উল্লাহ (১৯) ও তার বন্ধু সিরাজুল মোবিন (১৮) ফজরের নামাজের উদ্দেশ্যে বের হলে হোয়াইক্যং ইউনিয়নের উলুবুনিয়া রাস্তায় তাদের অপহরণ করে দুর্বৃত্তরা। 

এ ঘটনায় কক্সবাজারের সিপিসি-১ টেকনাফ ক্যাম্পে অভিযোগ দায়ের করলে তথ্য প্রযুক্তির সহায়তায় টেকনাফের একটি মাদ্রাসার সামনে হতে অপহরণকারী চক্রের মূলহোতাসহ দুজনকে আটক করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অপহরণের কথা স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুইজনকে উদ্ধার করা হয়। 

উক্ত অভিযান অভিযান চলাকালীন সময়ে ২৫ মার্চ উখিয়ার কুতুপালং হতে অপহৃত হওয়া আবু তাহের (২৭)কেও উদ্ধার করা হয়। 

অপহরণকারীদের থেকে ২টি রাম দা, ২৫ ফুট শিকল, ৮টি তালা, ২টি চাবির ছড়াসহ ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আইনানুগ ব্যবস্থার জন্য তাদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি