ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

চুরির অপবাদ দিয়ে কলেজ শিক্ষার্থীকে নির্যাতন

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৯, ২৭ মার্চ ২০২৩

উখিয়ায় সুপারি চুরির অপবাদ দিয়ে কলেজছাত্রকে মধ্যযুগীয় কায়দায় পাশবিক নির্যাতন করেছে স্থানীয় এক ইয়াবাকারবারি। 

এঘটনায় রোববার (২৬ মার্চ) রাত ১০টার দিকে চিহ্নিত ইয়াবাকারি ফজল কাদেরকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করেছেন নির্যাতনের শিকার রায়হানের পিতা মোহাম্মদ আমিন।

নির্যাতনের শিকার কলেজ শিক্ষার্থী মো: রায়হান (১৯)। সে কক্সবাজার সিটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় গত শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় ফজল কাদেরের নেতৃত্বে চাঁর-পাচ জনের একটি দল রায়হানকে তুলে বাড়িতে নিয়ে যায়। সেখানে হাত-পা বেঁধে প্রায় দুই ঘন্টা ধরে বিভিন্ন কায়দায় শারীরিক নির্যাতন চালায়। 

পরে খবর পেয়ে স্বজনরা রক্তাক্ত অবস্থায় ফজল কাদেরের বাড়ির আঙ্গিনা থেকে স্থানীয়রা রায়হানকে উদ্ধার করে। চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, রায়হানের পিঠ,মুখ ও পেটসহ শরীরের বিভিন্ন অংশে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

চিকিৎসাধীন রায়হান বলেন, “চুরি করেছি বলে ফজল কাদের ও তার ভাগিনা সহ ৪-৫ জন আমাকে তুলে নিয়ে তাদের বাড়িতে একটি কুঠির সঙ্গে বেধে মারধর করে। ইলেকট্রিক তার, লোহার রড দিয়ে তারা আমাকে উপর্যপুরি আঘাত করলে আমি অজ্ঞান হয়ে পড়ি।”

এঘটনায় অভিযুক্তদের বিচার দাবি করেছেন রায়হানের মা হুরাইতুল জান্নাত (৩৮)। তিনি বলেন, “আমার ছেলে নির্দোষ, বিনা কারণে তাকে ফজল কাদের ও তার পরিবারের লোকজন অমানবিকভাবে মেরেছে। আমি তাদের বিচার চাই।”

এলাকাবাসির অভিযোগ, ফজল কাদের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা। ইয়াবার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে। পরে সে আরও বেপরোয়া হয়ে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

কলেজ ছাত্রকে মারধরের প্রসঙ্গে ফজল কাদেরের মুঠোফোনে যোগাযোগ করা হলে সে ফোন রিসিভ করেনি। ফোন রিসিভ করেন তার বড়ভাই পরিচয়ে আজিজুল হক আজিজ নামে এক ব্যক্তি। অবশ্য, সে নির্যাতনের ঘটনা অস্বীকার করেন।

আজিজুল হক আজিজ বলেন, “আমার ভাইকে মামলায় জড়ানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে, সে এঘটনায় জড়িত না।”

রায়হানকে হাতেনাতে চুরির সময় আটক করার কথা উল্লেখ করে তিনি জানান, তাকে কোন প্রকার মারধর করা হয়নি।

এপ্রসঙ্গে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, “এঘটনায় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মামলা গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।”

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি