ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

দুই নাবালক ভাইকে হত্যার দায়ে সৎভাইয়ের ফাঁসির আদেশ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৩, ২৭ মার্চ ২০২৩ | আপডেট: ১৬:০৬, ২৭ মার্চ ২০২৩

কুমিল্লার সদর দক্ষিণে দুই নাবালক সৎ ভাইকে হত্যার দায়ে সৎভাই সফিউল ইসলাম ছোটনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। 

সোমবার (২৭ মার্চ) এ রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রাজজ ৫নং আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন। যার এসটি মামলা নং-২০২৩/২০১৬।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি আসামি মোঃ আল সফিউল ইসলাম ছোটন ঘরে ঢুতে দুই সৎ ভাই মেহেদী হাসান জয় (৮) ও মেজবাউল হক মনি (৬)কে বালিশ চাপা দিয়া শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। 

এ ব্যাপারে আসামির সৎ মা রেখা বেগম বাদী হয়ে ছোটন (২৩)কে আসামি করে কুমিল্লা সদর দক্ষিণ থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় এজাহার দায়ের করেন।

এ মামলায় ২০১৬ সালের ১ মার্চ থানাপুলিশ আসামিকে গ্রেফতার করলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আজিজুল হক ঘটনার তদন্তপূর্বক আসামির বিরুদ্ধে ওই বছরের ৩০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিজ্ঞ আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন। 

পরবর্তীতে ২০ সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানীতে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত। 

দণ্ডপ্রাপ্ত আসামি আল শফিউল ইসলাম প্রকাশ ছোটন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের আবুল কালাম প্রকাশ আবুলের ছেলে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং আসামির পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোঃ কাইমুল হক রিংকু।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি