ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৬, ২৭ মার্চ ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় ঝুমা নামে (৫) বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার মালিহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ঝুমা ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে। 

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, দুপুরে সিলেট গামী একটি মালবাহী পিকআপ ভ্যান মহাসড়কের মালিহাতা অতিক্রম করছিল। এ সময় রাস্তা পার হতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশু ঝুমা গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কতব্যর্রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি