ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বাগাতিপাড়ায় গাছের সঙ্গে ধাক্কা লেগে বৃদ্ধের মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২১, ২৭ মার্চ ২০২৩

নাটোরের বাগাতিপাড়ায় গাছের সঙ্গে ধাক্কা লেগে সাদেক আলী (৭০) নামে ইজিবাইক যাত্রী নিহত হয়েছে। এসময় ইজিবাইক চালক মোস্তফা (৫৫) গুরুতর আহত হয়। সোমবার দুপুরে উপজেলার তমালতলা-নাটোর সড়কের কাকফো জামতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাদেক আলী বাগাতিপাড়া উপজেলার ছোট পাঁকা গ্রামের মৃত ভুবন প্রামানিকের ছেলে এবং আহত মোস্তফা সালাইনগর গ্রামের ইয়াছিন আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সাদেক আলী ইজিবাইকযোগে নাটোর শহরে যাচ্ছিলেন। কাকফো জামতলা মোড় এলাকায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি নারিকেল গাছের সাথে ধাক্কা খায়। এতে সাদেক আলী ও চালক মোস্তফা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাদেক আলীকে মৃত ঘোষণা করেন। পরে ইজিবাইক চালক মোস্তফাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি