ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

মিরসরাইয়ে ১২ গিরগিটিসহ চার পাচারকারী আটক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৭, ২৮ মার্চ ২০২৩

চট্টগ্রামের মিরসরাইয়ে ১২টি গিরগিটিসহ ৪ পাচারকারীকে আটক করেছে পুলিশ। তারা অটোরিক্সায় করে গিরগিটি পাচার করছিলেন।

সোমবার (২৭ মার্চ) সকালে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী বাজারে একটি অটোরিক্সা তল্লাসী করে তাদের আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ।

আটককৃতরা হলেন নাটোরের হারুন অর রশিদ (৪৫), খাগড়াছড়ির কবির হোসেন (৬০), কংচাই মং (২০) ও অং জোসাই মারমা (২০)। 

জোরারগঞ্জ থানা সূত্রে জানা যায়, বীট কর্মকর্তা মো. মাসুদ সরকার, ইউপি সদস্য সাইফুদ্দীন মাসুকের উপস্থিতিতে উদ্ধারকৃত ১২টি গিরটিকিকে জোরারগঞ্জ বন বীট এলাকায় অবমুক্ত করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন জানান, থানার উপ-পরিদর্শক মামুনুর রশিদের নেতৃত্বে হিঙ্গুলী বাজারে চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি অটোরিক্সা তল্লাসী করে ১২টি গিরটিকিসহ ৪ জন পাচারকারীকে আটক করা হয়। পরে হিঙ্গুলী বন কর্মকর্তা মো. মাসুদ সরকারের কাছে তক্ষকগুলো হস্তান্তর করা হয়। 

আটককৃতদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি