ঢাকা, বুধবার   ২৯ জানুয়ারি ২০২৫

ছাত্রীকে নিয়ে স্কুলশিক্ষিকার নাটক, বাবা-ছেলেকে নির্যাতনে আটক ৪

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৭, ২৮ মার্চ ২০২৩

ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি প্রাথমিক বিদ্যালয়ে আটকে রেখে বাবা-ছেলেকে নির্মমভাবে পেটানোর ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। 

আলোচিত এ ঘটনাটি নিয়ে সোমবার দুপুরে প্রেস বিফ্রিংয়ের আয়োজন করে পুলিশ। 

পুলিশ সুপার মোঃ শাহজাহান জানান, আড়ুয়াকান্দি স্কুলের শিক্ষিকা লিপি আক্তার তার স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মা-হারা ইভাকে নিজের কাছে রাখতে একটি নাটকের অবতারণা করেন। সেই মতে তিনি ইভাকে দিয়ে বাবা ইয়াছিন মৃধা ও ভাই রাজন কর্তৃক ধর্ষণের কথা বলান।

সেই সূত্র ধরে স্থানীয় কতিপয় যুবক গত ১৭ মার্চ শিশুটির বাবা-ভাইকে ধরে নিয়ে স্কুলের কক্ষে আটকে রেখে বেদমভাবে প্রহার করে। পরে পুলিশ তাদের উদ্ধার করে। 

এ ঘটনার পর শিশুটির বাবা ইয়াছিন মৃধা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ ধর্ষণের ঘটনাটি মিথ্যা ও বাবা-ভাইকে মারধোরের ঘটনাটি স্কুল শিক্ষিকার পরিকল্পিত বলে জানতে পারে। 

পরবর্তীতে ২৫ মার্চ নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয় এলাকায়।

এ ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ এ পর্যন্ত ৫ জনকে আটক আটক করেছে। দুইজন আদালতে আত্মসমর্পণ করে বর্তমানে জামিনে রয়েছেন। 

প্রেসবিফ্রিং আরও জানানো হয়, শিশু ইভাকে উক্ত স্কুল শিক্ষিকা তার নিজের কাছে রাখতেই এ নাটকের অবতারণা করেন। অভিযুক্ত স্কুল শিক্ষিকা পলাতক থাকায় তাকে আটক করা যায়নি বলে জানায় পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি