ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরে ট্রাক্টরের চাপায় স্কুলছাত্রের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৫, ২৮ মার্চ ২০২৩

মেহেরপুরের মুজিবনগরে মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় ইব্রাহিম হোসেন (১২) নামের এক ৫ম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলার আনন্দবাস গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম হোসেন আনন্দবাস গ্রামের খাইরুল ইসলামের ছেলে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, মাটি বোঝাই একটি ট্রাক্টর ইটভাটায় যাওয়ার পথে সাইকেল আরোহী স্কুলছাত্র ইব্রাহিমকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় চালক পালিয়ে গেলেও স্থানীয় লোকজন ট্রাক্টরটি আটক করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। নিহত শিশু ইব্রাহিম হোসেনের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি