ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

মিরসরাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৪, ২৮ মার্চ ২০২৩

চট্টগ্রামের মিরসরাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গোলাম রব্বানী তোতা মিয়া (৭৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। সোমবার (২৭ মার্চ) দিবাগত রাতে ওই বৃদ্ধকে মায়ানী ইউনিয়নের সৈদালী গ্রামে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী শিশু কন্যার মা জানান, ‘আমাদের বাড়ির পাশে তোতা মিয়ার বাড়ি। তোতা মিয়ার ঘরের সাথে তার টং দোকান রয়েছে। দোকান থেকে বিভিন্ন সময় আমার মেয়ে চিপ, চকলেট নিয়ে আসতো। সোমবার সকালে আমার ৬ বছরের শিশু কন্যা তোতা মিয়া দোকানে গেলে জোর করে তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে মেয়েটি আমাকে বলে। 

বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ লোকজনকে জানালে তারা থানা পুলিশকে জানানোর পরামর্শ দেন।’ দুপুরে শিশু কন্যার মা মিরসরাই থানায় থানায় ওই বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ করে। এরপর রাতে ওই বদ্ধকে গ্রেপ্তার করে পুলিশ।

মিরসরাই থানার উপ-পরিদর্শক মো. মুফিজুল ইসলাম বলেন, ‘ধর্ষণের চেষ্টার অভিযোগ পেয়ে অভিযুক্ত গোলাম রব্বানী তোতা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে সে পুলিশের কাছে ঘটনান সত্যতা স্বীকার করছে। আজ মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।’
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি