ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

শিবচরে গাছের সাথে ধাক্কা লেগে বৃদ্ধ নিহত

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৯, ২৯ মার্চ ২০২৩

মাদারীপুরের শিবচরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মমিনুর রহমান (৫৫) নামে এক ট্রাভেল এজেন্সির মালিক নিহত হয়েছে। এসময় শাহাদাত নামে আরেকজন যাত্রী আহত হয়। বুধবার দুপুর পৌনে দুইটা দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মুমিনুর রহমান শিবচর পৌরসভার নলগোড়া গ্রামের ওয়াজ আলী খানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুর পৌনে দুইটার দিকে একটি প্রাইভেটকার মাদারীপুর থেকে শিবচর আসতেছিল। মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কে উত্তর বহেরাতলা ইউনিয়নের সাহেবেরহাট এলাকায় আসলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারে থাকা দুইজন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মুমিনুর রহমানকে মৃত ঘোষণা করেন এবং শাহাদাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি