ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দিয়াজ হত্যা মামলা পিবিআইতে পাঠিয়েছেন আদালত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ৩০ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলা অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআইতে পাঠিয়েছেন আদালত। 

চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন জুনায়েদের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

২০১৬ সালের ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিজ বাসা থেকে উদ্ধার হয় দিয়াজের ঝুলন্ত মরদেহ।

তদন্ত শেষে এ ঘটনাকে আত্মহত্যা বলে সম্প্রতি প্রতিবেদন দেয় সিআইডি।

এ প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়ে অধিকতর তদন্ত চেয়ে আদালতে আবেদন জানিয়েছিলেন দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি