ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আলমডাঙ্গায় ট্রাক্টরের চাপায় কৃষক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৮, ৩১ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আমিনুল ইসলাম (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম বড়
গাংনী গ্রামের পশ্চিমপাড়ার মৃত আজিম উদ্দিনের ছেলে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিকেলে বড় গাংনী বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনে বাড়ি ফেরেন আমিনুল। পরে ইফতারের জন্য তরমুজ কিনতে আবারও ভ্যানে করে বাজারে যাচ্ছিলেন তিনি। এসময় বড় গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে পৌঁছালে আসমানখালী থেকে
ভালাইপুরগামী একটি ট্রাক্টর ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে ট্রাক্টরের চাকার নিচে পড়ে পিষ্ট হন আমিনুল।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি