ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটে ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৬, ৩১ মার্চ ২০২৩

জয়পুরহাটে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নুসরাত জাহান রুমা (৩) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুরের জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশু নুসরাত জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল মাস্টার পাড়া গ্রামের রহুল আমিনের মেয়ে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু নুসরাত জাহান তার মার সঙ্গে অটোরিকশা করে নানার বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। পথে পুরানাপৈল বাইপাস মোড়ে দ্রুতগামী ট্রাক্টর ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শিশু নুসরাত জাহান নিহত হন। 

ওসি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যায়।  
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি