ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

৩৬ লাখ টাকার হেরোইনসহ ২ নারী মাদক কারবারি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৮, ১ এপ্রিল ২০২৩

সিরাজগঞ্জের বঙ্গবুন্ধ সেতু পশ্চিম গোল চত্তরে বিশেষ অভিযান চালিয়ে ৩৬ লাখ টাকার হেরোইনসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার করেছে র‌্যাব-১২।

আটককৃতরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বিদিরপুর বারমাইলের ইমরান আলীর স্ত্রী মোছাঃ শেফালী বেগম (৫০) ও ইমরান আলীর মেয়ে জেসমিন আক্তার সুরভী (২২)। 

এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান জানান, শনিবার ভোরে র‌্যাব-১২’র একটি টিম সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে অভিযান চালায়। তখন ৩৬৩ গ্রাম হেরোইনসহ ২ নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, আসামিরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি