ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ২ এপ্রিল ২০২৩

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন। 

রোববার ভোরে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে শনিবার রাত ১১টার দিকে জগতবেড় ইউনিয়নের ভেরভেরীরহাট সীমান্তে এ ঘটনাটি ঘটে। 

৪ থেকে ৫ জন বাংলাদেশী অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এসময়  কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯ বিএসএফের টহল দল তাদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে। 

এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে রবিউল ইসলাম নামে একজন নিহত হন। আহত হন শহিদুল নামে এক যুবক। 

থানা পুলিশ নিহত ওই ব্যক্তির মরদেহ সীমান্ত থেকে উদ্ধার করে পাটগ্রাম থানায় নিয়ে যায়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি