ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যুবলীগ নেতা মনিরুল মাওলা রিপন আর নেই 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২০, ২ এপ্রিল ২০২৩ | আপডেট: ১৬:৩৪, ২ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সন্দ্বীপ উপজেলার কার্যনির্বাহী কমিটির সদস্য মনিরুল মাওলা রিপন (৪৮) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

রোববার (২ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রাত ১০টায় হালিশহরের বি-ব্লক সংলগ্ন এস ক্লাব মোড়ে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। 

তিনি সন্দ্বীপ অ্যাসোসিয়েশন,চট্টগ্রাম শাখার সাবেক অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তি জীবনে একজন সৎ, নিষ্ঠাবান, স্বল্পভাষী মানুষ হিসেবে সকলের কাছে সুপরিচিত ছিলেন এই যুবলীগ নেতা।

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার ১৮নং হারামিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মো. মোজাম্মেল হোসেন এর ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা রফিকুল মাওলার জ্যেষ্ঠ সন্তান। তাঁর গ্রামের বাড়ি হারামিয়া ইউনিয়নের দৌলত খাঁর বাড়ি।   

উল্লেখ্য, তিনি পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় এর ১৯৯১ ব্যাচের কৃতি ছাত্র ছিলেন। স্কুল জীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হন। তাঁর মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে সন্দ্বীপে শোকের ছায়া নেমে আসে। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগী ও সুহৃদ-স্বজনেরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি ও দুঃখ প্রকাশ করেছেন। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি