ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক ৪

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৭, ২ এপ্রিল ২০২৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে কামরুল ইসলাম সুমিজ (২৪), তানভির হোসেন আশিক (২৩), ফয়েজ (২০) ও আলা উদ্দিন আলো (২৮) নামের চার যুবককে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড গুলি, তিনটি মোবাইল ও কিছু নগদ টাকা জব্দ করা হয়। রোববার দুপুরে আলীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মহবুল্লাহপুর গ্রামের শহিদ উল্যার ছেলে কামরুল ইসলাম সুমিজ, জিরতলী ইউনিয়নের সিন্ধুরকাঁইত গ্রামের ওমর ফারুকের ছেলে ফয়েজ, চৌমুহনী পৌর এলাকার আলীপুরের নুরুল ইসলামের ছেলে তানভির হোসেন আশিক ও একই এলাকার আব্দুল মন্নানের ছেলে আলা উদ্দিন আলো।

র‌্যাব জানায়, একদল অস্ত্রধারি চৌমুহনী পৌর এলাকার আলীপুরে সন্ত্রাসীমূলক কার্যক্রমে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে র‌্যাব-১১, সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় আলীপুর থেকে চার যুবকে আটক করা হয়। পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে একটি এলজি ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। আটককৃত সবাই এলাকায় ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত বলে তথ্য পাওয়া গেছে।

র‌্যাব-১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. মাহমুদুল হাসান তথ্যগুলো নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিরা এলাকায় সন্ত্রাসী হিসেবে চিহিৃত। তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি