ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

নিখোঁজের এক সপ্তাহ পর দুই শিশু কন্যা উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৭, ৩ এপ্রিল ২০২৩

নিখোঁজের এক সপ্তাহ পর দুই শিশু কন্যাকে উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।  

সোমবার দুপুরে সিএমপি কার্যালয়ে ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার মাহতাবউদ্দিন চৌধুরী জানান, গতকাল রাতভর নগরীর খুলশি ও চাঁন্দগাও এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

২৭ মার্চ রাতে খুলশী সেগুনবাগান থেকে নিখোঁজ হয় ৯ বছরের জান্নাত। আর ২৮ মার্চ মায়ের সাথে রাগ করে হালিশহরের বাসা থেকে বেরিয়ে যায় ৮ বছরের মায়েশা। এক ব্যক্তি তাকে রাস্তা থেকে স্থানীয় থানায় দিয়ে আসেন। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি