ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

মোটরসাইকেল-পিকআপের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২১, ৪ এপ্রিল ২০২৩

মাদারীপুরের কালকিনিতে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোঃ নাঈম (২৬) নামের এক যুবক নিহত হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) বিকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এসময় গুরুতর আহত হয় শাহিদ মাতুব্বর নামের আরেক মোটরসাইকেল আরোহী।

নিহত মো. নাঈম উপজেলার পাঙ্গাশিয়া এলাকার হাসান সরদারের ছেলে।

স্থানীয়রা জানায়, ইফতারের কিছুক্ষণ আগে কালকিনি থানার সামনে থেকে মোটরসাইকেল নিয়ে ভুরঘাটার দিকে যাচ্ছিলেন নাঈম ও শাহিদ নামের দুই বন্ধু। কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনেপৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই নাঈম মারা যায়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাহিদকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে প্রেরণ করে। 

এবিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ শামীম হোসেন বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নাঈম নামের এক যুবক ঘটনাস্থলেই মারা গিয়েছে। আহত অপর যুবকের অবস্থাও গুরুতর।এখনও কেউ এ বিষয়ে কোন মামলা করেনি। হামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি