ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মাদারীপুরে প্রতিপক্ষের বোমা হামলায় যুবক নিহত

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৭, ৪ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

মাদারীপুরের কালনিকিতে প্রতিপক্ষের বোমা হামলায় মনির চৌকিদার (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। 

ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ৮টার দিকে কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মিয়ারহাট লঞ্চঘাট এলাকায়। নিহত মনির একই এলাকার রশিদ চৌকিদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রশিদ চৌকিদারের ছেলে মনির সোমবার রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এই সময় ওৎপেতে থাকা সন্ত্রাসীরা মনিরকে লক্ষ্য করে বোমা মেরে পালিয়ে যায়। বোমাটি বিস্ফোরিত হয়ে মনিরের শরীর জ্বলসে যায়।

স্থানীয়রা এসে মনিরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। 

পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

স্থানীয়রা জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে চানমিয়া শিকদার ও মিলন পেদা নামে দুই প্রার্থী নির্বাচনের অংশগ্রহণ করেন। এই নির্বাচর নিয়ে দুই গ্রুপের সাথে দ্বন্দ্ব চলে আসছিল। নিহত মনির পরাজিত প্রার্থী মিলনের সমর্থক ছিলেন। ধারণা করা হচ্ছে, এই নির্বাচনী বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মনির নামে একজন নিহত হয়েছেন। বিস্তারিত তদন্তের পরে জানা যাবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি