ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাবলেট পেল ৩৪৩ শিক্ষার্থী

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৪, ৪ এপ্রিল ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সরকারি ও এমপিওভূক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের সরকারি মাদ্রাসার অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনশুমারি ও গৃহগননা প্রকল্পের ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হূমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক সরোয়ার কামাল টারজানসহ অন্যরা।

সদর উপজেলার ৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৪৩ জন শিক্ষার্থীদের ট্যাবলেট প্রদান করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি