ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পাবনায় অপহরণের পর হত্যা, ৪ জনের যাবজ্জীবন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ৪ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

পাবনায় অপহরণ ও হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে পাবনার বিশেষ জজ আদালতের বিচারক আহসান তারেক এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সবুজ ওরফে বকুল, আবুল কালাম, আজাদ ও খলিল। 

রায় ঘোষণার সময় আজাদ ও আবুল কালাম উপস্থিত থাকলেও বাকী দু’জন পলাতক। 

মামলার এজাহার থেকে জানা যায়, ২০০৯ সালে বিদেশে নেয়ার কথা বলে পাবনার রামনারায়ণপুর থেকে আব্দুর রশিদ নামে একজনকে অপহরণ করে ঝিনাইদহে নিয়ে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিতে অস্বীকার করায় তাকে খুন করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি